টুঙ্গিপাড়ায় খোকা মোদের জন্মেছিল ভাই
সারা বাংলায় চিনতো নারে ছোট্ট ছিল তাই।
দিনটি ছিলো ১৭ই মার্চ সালটা ঊনিশশো কুড়ি
দেখতে দেখতে বড়ো হলো নেইতো কোনো জুড়ি।
শক্তি সাহস ছিলো তাহার ছিলো না কো ভয়
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ছিনিয়ে আনতো জয়।
ছেষট্টির ম্যাগনাকার্টা লাহোরে দিল ঘোষণা
পশ্চিমারা ভয় পেয়ে করলেন কত রটনা।
সত্তরের নির্বাচনে আমরা হলাম বিজয়ী
পাকিস্তানী হানাদাররা ধরল তখন জীবন বাজী।
রাজনীতির কবি দিলেন তখন ৭ই মার্চের ভাষণ
দশ লক্ষ শ্রোতা তাই করলেন শ্রবণ।
এগারোশ আটটা শব্দে মাখা সে ভাষণ
প্রতিটা শব্দ শত্রুর বুকে আঘাত হানলো ভীষণ।
ইয়াহিয়া ঢাকায় আসে সন্ধি করার ছলে
পেছনে তাহার ষড়যন্ত্র মুজিব নাহি বুঝতে পারে।
২৫শে মার্চের গণহত্যা শুরু হলো যবে
মুজিবকে ধরে রাখলো তখন মিয়ানওয়ালী কারাগারে।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর
দোয়েল,কোয়েল,পাপিয়ার কণ্ঠে ধ্বনিত হলো
জয় বাংলা বাংলার জয় জয় স্বাধীনতার জয়
জয় প্রতিটি নর-নারীর জয়।
৮ জানুয়ারি কারামুক্ত মুজিব ইংল্যান্ড ভারত হয়ে
দশ জানুয়ারি মুজিব তখন ফিরলেন নিজের ঘরে।
হতাহত জনতার হাতের পরলেন মুজিব মালা
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে সবাই দিলেন সাড়া।