নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে চরবাগডাঙ্গা ইউনিয়ন ঘরবাড়ি রক্ষা করতে বাঁচার আকুতি
আলি হোসেন সদর উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চর বাগডাঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ভয়াবহ নদী ভাঙ্গনে ঘর বাড়ি বিলীনের মুখে। পরিস্থিতিতে গ্রামের মন্তাজ আলী ২ একর জমি নদী ভাঙ্গনে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে,এটাও জানিয়েছেন যে নদী ভাঙ্গনে আরও ঘরবাড়ি সহ আবাদি জমি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বড় ধরনের।
একই এলাকার রাকিবুল ইসলাম বলেন এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের কোন সদস্য আমাদেরকে আশ্বাস দেয়নি এবং আরো বলেন যে এই নদী যে ভয়াবহতা আমরা আরো বিপদে পড়তে পারি ওই এলাকায় প্রায় ৫০০০ মানুষ বসবাস করেন এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কোন পদক্ষেপ গ্রহণ করেননি বা উপর মহলে জানাননি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রাজু জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় ৮০০ জিও ব্যাগ বাধ রক্ষায় ফেলা হয়েছে, নদী ভাঙ্গনের মূলে রয়েছেন এলাকার কিছু নামধারী পাতি নেতারা যারা মানুষের স্মৃতি বিজড়িত বাসস্থানগুলো নদী ভাঙনের বিলীন হয়ে যেতে সাহায্য করছে বালি উত্তোলনের মাধ্যমে।
বালি মাটি খেকো উত্তোলনের মধ্যে দিয়ে তারা নিজের পকেটে শত লাখ লাখ টাকা আইনশৃঙ্খলা লক্ষকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি ঢুকিয়ে নিচ্ছে ভাগ বাটোয়ারা মাধ্যমে বড় একটি সিন্ডিকেট। চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই ইউনিয়নের এলাকাবাসী সাথে প্রকৃত অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান সেইসাথে কয়েকটি দাবির কথা উল্লেখ থাকলেও জরুরী হয়ে পড়েছে যেন তারা অতিসত্বর বাঁধ নির্মাণ ও জিও ব্যাগ দিয়ে ঘরবাড়ি বিলীন রক্ষার্থে এগিয়ে আসে।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com