আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তিনটি পদের (ইকোনমিক্স এক্সিলেন্ট সেন্টার, ইকোনমিক্স স্পোর্টিং ক্লাব ও ইকোন আর্টিস্ট্রি) সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও প্রতিটি ব্যাচের শ্রেণি প্রতিনিধি (সিআর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) বিকাল ৩.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর ১০১ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভাগটির নির্ধারিত ৪টি পদের জন্য বিভিন্ন বর্ষের ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। তারা অনেক আনন্দিত এবং উৎফুল্ল ছিল।
বিশ্ববিদ্যালয়ের নবীন এক শিক্ষার্থী বলেন, এটা আমার জীবনের প্রথম ভোট। আমি অত্যন্ত আনন্দিত। আমার অনেক ভাল লাগছে। কারণ, দ্বিতীয় স্বাধীনতার পর এটাই প্রথম নির্বাচন এবং এই নির্বাচনে আমি একজন ভোটার।
আরেক শিক্ষার্থী বলেন, এ নির্বাচন আমাদের আগামীতে গণতন্ত্র চর্চা করতে সাহায্য করবে। প্রতিযোগিতার মধ্যদিয়ে একজন প্রতিনিধি নির্বাচন প্রশংসার দাবি রাখে। আমরা চাই আগামীতেও যেন এ ধারা অব্যহত রাখা হয়
এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বিজন কুমার বলেন, সম্পূর্ণ স্বাধীন একটি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন ৮৯ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করে যা সত্যিই দারুণ আশাব্যঞ্জক। বয়সে তরুণ শিক্ষার্থীদের অনেকেই জীবনের প্রথম ভোট দিয়েছে। তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্রের চর্চা সম্পর্কে বাস্তব ধারণা পেয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এধরণের চর্চা থাকলে তরুণ প্রজন্ম গণতন্ত্রে উদ্বুদ্ধ হবে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিবে।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com