বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর হামলায় যুক্ত থাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শিক্ষার্থী সংগঠন হতে বহিষ্কৃত হলেন আব্দুর রহমান নামের এক শিক্ষার্থী। সে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও পদত্যাগ করেছেন বিভাগীয় সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হিমেল
উক্ত ২ সদস্যের বহিষ্কার ও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিভাগীয় শিক্ষার্থী কল্যাণ সমিতি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক লিমন মিয়া বলেন, “ছাত্র আন্দোলন চলাকালীন শাহবাগে ছাত্রদের ওপর চালানো হামলায় যুক্ত থাকায় সাধারণ সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সদস্য আব্দুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এসময় সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের সময় শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয়ার একটা ছবি ফেসবুকে ভাইরাল হয় আব্দুর রহমানের। এতে তার ব্যাচমেট শিক্ষার্থীরা তাকে বয়কট করে, পরবর্তীতে বিভাগীয় সংগঠন থেকে বহিষ্কৃত হয়
এছাড়াও সাধারণ সম্পাদকের পদত্যাগের বিষয়ে এক সূত্রে জানা যায়, আন্দোলন চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন হুমকিমূলক মেসেজ দেওয়ায় শিক্ষার্থীদের চাপে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।