ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ হতে মিছিল শুরু হয়ে একাডেমিক-৩ এ শেষ হয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, “কোন পূর্বঘোষণা ছাড়াই ভারত সরকার ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে একটি রাজনৈতিক দুর্যোগ সৃষ্টি করেছে। এছাড়াও শুষ্ক মৌসুমে নির্ধারিত পরিমাণ পানি বাংলাদেশে না দিয়ে এদেশের ক্ষতি করছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা করে বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি।”
আরেক শিক্ষার্থী বলেন, “ভারত সরকার বিভিন্ন বাঁধ খুলে দিয়ে আমাদের ওপর যে অন্যায় করেছে তার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, ফারাক্কা বাঁধ দিয়ে তারা উত্তরাঞ্চলকে গ্রীষ্মকালে মরুভূমি ও বর্ষায় প্লাবত করে। বর্তমান সরকারের নিকট আমাদের দাবি এই সমস্যা সমাধানে যেনো উপযুক্ত ব্যবস্থা নেয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে স্থানীয় শাহজাদপুর বাজারসহ বিভিন্ন এলাকা হতে ত্রাণ সরবরাহের জন্য অর্থ সংগ্রহ করেন।