সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আদালত কর্তৃক ২০১৮ সালে জারিকৃত পরিপত্র বাতিলের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ব্যানারে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সম্মুখে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ২০১৮ সালের পরিপত্র বহাল করা এবং এটিকে আইনে পরিণত করার বিষয়ে বলেন। এছাড়াও শুধু প্রথম বা দ্বিতীয় শ্রেণি নয়, সব গ্রেডে কোটা বাতিল করতে স্লোগান দেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ব্যাপক আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে। ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে গত ৫ জুন পরিপত্রের ওই অংশটি অবৈধ ঘোষণা করা হয়। এরপরই ফের সারা দেশব্যাপী আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।