ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে একেক পর এক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় বুধবার (১২ জুন) এসব রকেট ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12 ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে আকাশে রকেট প্রতিহত করার চিত্র দেখা গেছে। এছাড়া তারা ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে বলেছে, লেবানন থেকে প্রায় ১০০টি রকেট ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছে।
এদিকে মঙ্গলবার (১১ জুন) দক্ষিণ লেবাননের জোয়া গ্রামে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র কমান্ডারসহ তিন সদস্য নিহত হয়েছেন। এর জেরেই হিজবুল্লাহ বুধবার রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ ১০০টিরও বেশি রকেট ছুড়েছে।
এর আগে ইসরায়েল জানায়, লেবানন থেকে ছোড়া আনুমানিক ৯০টি ‘প্রজেক্টাইল ক্রসিং’ চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে আর অন্যগুলো উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে গেছে। তবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে রয়টার্স।
সংবাদ সূত্র: চ্যানেল 24