নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় শিক্ষার্থীদের সংগঠন 'রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন (রুসাচড)"। নবগঠিত এই কমিটিতে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের মু. আবু কাওছার।
২০২৪-২০২৫ কার্যবর্ষে দায়িত্ব পালনের জন্য আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ফায়েজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম সিরাত।
রুসাচডের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মু. আবু কাওছার বলেন, “রুসাচডের কোষাধ্যক্ষ হিসেবে আমাকে মনোনীত করায় সম্মানিত উপদেষ্টাবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"
তিনি আরও জানান, "বিশ্ববিদ্যালয় মুক্ত জ্ঞান চর্চার জায়গা। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সুপ্ত প্রতিভা বিকাশের জন্য কাজ করব। শুধু সংগঠনের শিক্ষার্থীদের স্বার্থেই নয় বরং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করা হবে আমাদের অন্যতম লক্ষ্য, এবং আমি আশাবাদী ভবিষ্যতে এই সংগঠন চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের স্বার্থসংরক্ষণে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে। এছাড়াও চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি সবার মাঝে তুলে ধরতে ও সবার সাথে ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাব।”
উল্লেখ্য, রবীন্দ্র ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চট্টগ্রাম ডিভিশন-এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্নভাবে ভর্তিচ্ছুদের সহায়তা করে এবং একইসাথে সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসে এক নজির সৃষ্টি করেছে। এসোসিয়েশনের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির উদ্যোগে এসকল স্বেচ্ছাসেবী কার্যক্রম ভবিষ্যতে কলেবরে আরও বেশি আকারে পরিচালিত হবে বলে সদস্যরা আশা ব্যাক্ত করেন।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com