কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফকির আলমগীর নামে এক নিরাময় ফামেসী হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে হাসান তারেক বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে পাকুন্দিয়া পৌর বাজারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ফকির আলমগীর এঘটনা থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও ভুক্তভোগী জানিয়েছেন।
ফকির আলমগীর পাকুন্দিয়া পৌরসভার মধ্যপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। পৌর সদরের মৌসুমী সিনেমা হল সংলগ্ন তার একটি ওষুধের দোকান রয়েছে।
সংবাদ সম্মেলনে ফকির আলমগীর বলেন, পাওনা টাকা চাওয়ার জেরে প্রতিপক্ষের হাসান তারেক, আজহারসহ আরও ৫-৬জন ক্ষিপ্ত হয়ে রোববার রাত ১০টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা আমাকে মারধরসহ দোকানের জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এছাড়াও হামলাকারিরা দোকানে থাকা নগদ অর্থও নিয়ে যায়। ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি-ধামকি দেয়। আমি প্রশাসনের কাছে সুবিচার চেয়ে লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু পিপিএম বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com