তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন তখন ভোগান্তি কমাতে আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর উদ্যোগে চট্রগ্রামের বিভিন্ন জায়গায় তৃষ্ণার্ত পথচারী,সাধারণ মানুষ,দিনমজুর,ও রিকশা ওয়ালা দের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্রগ্রাম জেলা পাহাড়তলী অলংকার মুড়ে তৃষ্ণার্ত মানুষেদের বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
বিশুদ্ধ পানি বিতরণের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক রহিম বাদশা জানান,অসহ্য গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করতে পেরে, আমি মনে করি এই পানি গুলো দিয়ে যদি তাদের পানির তৃষ্ণার্ত মিটাতে পারি তাহলে ধন্য হব ,আলহামদুলিল্লাহ আজ শতাধিক রিকশার ওয়ালা ভাই এবং পথচারীদের মাঝে স্যালাইন পানি বিতরণ করেছি।গরমের তাপমাত্রা চিন্তা করে সামনে আবারও করব।
এইসময় উপস্থিত ছিলেন আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক রহিম বাদশা, সদস্য জাহেদ হোসেন,মো সজিব,মো সামি,তন্নী, কায়ছার হামিদ প্রমুখ।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com