তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে কুমিল্লার বুড়িচংয়ের মানুষ। এক সপ্তাহ যাবৎ এই অবস্থা চলমান। কোথাও কোথাও দুএক পশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা থেকে রেহাই মেলেনি। প্রখর রোদ ও তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। সূর্যের তাপ এতটাই প্রখর যে রোদ খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাসে মুখ পড়ে যাওয়ায় উপক্রম হচ্ছে যেন।
হন্যে হয়ে তীব্র এই গরম থেকে বাঁচার উপায় খুঁজছেন বুড়িচংবাসী। রাস্তার দুপাশে গাছের ছায়া খুঁজে না পেলেও উঁচু দালানের পাশে বা নিচে দাঁড়িয়ে একটু স্বস্তি খুঁজছেন তারা।
এদিকে গরমের তীব্রতা থেকে রক্ষা পেতে ক্যাপ, ছাতা, হাতপাখা চাহিদা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে পোর্টেবল ছোট চার্জার ফ্যানের চাহিদা। সোমবার ২২ এপ্রিল দুপুরে বুড়িচং উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কেউ মাথায় দেওয়ার জন্য ক্যাপ কিনছেন। কেউ ছাতা দরদাম করছেন।আবার কেউ কিনছেন হাতপাখা বা চার্জার ফ্যান।
দোকানদারদের কাছ থেকে জানা যায়, এক সপ্তাহ ধরে এই জিনিসগুলোর চাহিদা অনেক বেড়েছে।