অতিরিক্ত তাপ দাহে জ্বলছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলার মানুষ এর মধ্যে মাগুরা জেলায় অসহনীয় অবস্থায় পড়েছে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলা। যেখানে সরকার কর্তৃক নির্দেশনা এসেছে একান্ত প্রয়োজন ছাড়া এই খরতাপে ঘর থেকে বের হওয়া যাবেনা।সেখানে এই নিন্মআয়ের খেটে খাওয়া মানুষগুলা গরমের জ্বালার থেকেও পেটের জ্বালা অনেক বড় হয়ে উঠায় এই তাপদাহের মধ্যেও নিজেদের রোজগারের আশাতে ঘুরে বেড়াচ্ছেন।
অতিরিক্ত গরম থাকায় শহরের প্রধান প্রধান সড়ক গুলো যেখানে অতিরিক্ত যানজট লেগে ই থাকতো।আজ সেখানে শহরগুলো একেবারে ফাকা,দেখা গেছে তাই আশাঅনুরূপ ইনকাম করতে না পেরে সেই মানুষগুলা,যারা রিক্সা চালিয়ে,ভ্যান চালিয়ে দিনমজুরের মাধ্যমে নিজেদের দৈনন্দিন ও পারিবারিক চাহিদা মেটান।তাদের মধ্যে দেখা গেছে এক বিষন্নতার ছাপ।
এরপরও তাদের জীবন সংসার চালানোর তাগিদে এই তাপদাহের মাঝেও কর্ম করে চালাতে হচ্ছে শ্রমিক দিনমজুরের সংসার।
এক রিক্সা শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেল।বাড়িতে চার সন্তান সহ বিবাহিত মেয়ে জামাই ঈদে বেড়াতে এসেছে।এর মাঝে বাবা মা তো আছেই,নয় দশ জন সংসারে প্রতিদিন চার পাঁচশ টাকার বাজার করা লাগে কমপক্ষে। তাই ঘরে বসে থাকার সুযোগ নেই। আর গরমে শরীর জ্বলে গেলেও রিক্সা চালাতেই হবে, ইনকাম করতেই হবে।কারণ পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা।
তাই সরকার তিন চার দিন ঘরের মধ্যে থাকতে বললেও আমাদের থাকার কোন উপায় নাই একটা দুইটা টিপ মারি চায়ের দোকানে গিয়ে পানি খাই বুক ফেটে যায়।রোজাতেও এত কষ্ট হয়নি। আল্লাহ সব কিছুর মালিক তিনি বাঁচালে বেঁচে থাকব।
এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেলো অধিকাংশই ফাঁকা।
দোকানিরাও বলছে তেমন বেচা বিক্রি নাই তবুও যত কষ্টই হোক দোকান তো খুলে রাখতেই হবে।