এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সব চেয়ে বড় উৎসব এই ঈদুল ফিতর। দিনটি পালনে সকলেই সাধ্যমত চেস্টা করেন রঙিন করে তুলতে। অনেকেই সাধ্যমত পাশে দারিয়ে মানবতার পরিচয় দিয়েছে এরই ধারাবাহিকতায়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বারঘরিয়া ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের সাবেক মেম্বার রঞ্জু খান। তিনি বলেন পরিবার আত্মীয় স্বজন,পাড়া-প্রতিবেশী,অসহায় মানুষ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন।ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ১০, এপ্রিল মুঠো ফোনে জানতে তিনি প্রতিবেদককে তার অন্তরের এসব কথা প্রকাশ করেন।
সাবেক মেম্বার রঞ্জু খান বলেন,প্রিয় দেশবাসী,আসসালামুআলাইকুম,এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। তাই,আসুন আমরা পরিবার,আত্মীয় স্বজন,পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই। পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলিম একে অপরের পারস্পরিক আমরা আত্মীয়তার বন্ধনের ভাই ভাই,তাই সকল হিংসাবাদ নিচ্ছাদ করে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবো এই পবিত্র ঈদে।
তিনি বলেন,ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি,কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের এই বিশেষ দিনে,আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি। ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক,অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন,নিরাপদ থাকুন,ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে মো.রঞ্জু খান সাবেক ইউপি মেম্বার,চার নম্বর ওয়ার্ড বারঘরিয়া ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com