এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি থানার মধ্যে এবার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান৷ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশ লাইন্সে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, পিপিএম (সেবা)।
জানা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান ও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কারনে তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বিভিন্ন মামলার পলাতক আসামীদেরকে গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান পরিচালনা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার নানাবিধ কর্মকান্ড তাকে প্রশংসীত করেছে উপকৃত হয়েছে সদর বাঁশি ।
থানাকে জনগণের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। এছাড়াও দায়িত্ব পালনের পর থেকেই মানবপাচারকারী, কালো মুখোশ উন্মোচন ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ওসি মিন্টু রহমান।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার-ইন-চার্জ (ওসি) হিসেবে আমাকে মনোনীত করায় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম (সেবা) স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ। সাথে সাথে আমার সহকর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তাদের সহযোগিতা, আন্তরিকতা ও ত্যাগের কারনেই আজকে আমার এই অর্জন করতে পেরে সত্যি আমি গর্বিত ও আনন্দিত।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদানের পূর্বে মিন্টু রহমান নাচোল থানায় সুনামের সাথে দীর্ঘদিন ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সদর মডেল থানায় ওসি-তদন্ত হিসেবেও দায়িত্ব পালন করে ওসি হিসেবে পদোন্নতি লাভ করেন মিন্টু রহমান। তিনি সদর মডেল থানায় যোগদানের পর থেকেই সদরবাসীর মনে আস্তার পথিক হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই।