মোবাইল বা স্মার্টফোন ছাড়া যেনো বর্তমান জীবন ভাবাই দুষ্কর। প্রয়োজনে, অপ্রয়োজনে, বিনোদনে প্রায় সব কাজেই মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এই স্মার্টফোন। তবে সময় সময় ফোনের ব্যাটারি চার্জ দিয়ে পুনরায় কাজে লাগানো গেলেও ব্যবহারের সাধারণ কিছু ভুলের কারণে একদিকে যেমন দ্রুত শেষ হয়ে যায় ব্যাটারির চার্জ অন্যদিকে কমে যায় স্থায়ীত্বও।
কিভাবে ব্যবহার করলে মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না এবং ব্যাটারির ও ক্ষতি হবে না গুগল থেকে নেওয়া এমন তিনটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো এই সংবাদে।
ফোনের বিভিন্ন সেটিংসের দিকে লক্ষ্য রাখলে সেদিকে অপ্রয়োজনীয়ভাবে চার্জ ব্যায়ের হাত থেকে রক্ষা করা যায়। বিশেষ করে ব্রাইটনেস ঠিকভাবে রাখা, ভলিউম স্বাভাবিক রাখা ইত্যাদি। কেননা অত্যাধিক ব্রাইটনেস ও ভলিউম উভয়ই ব্যবহার করে অত্যাধিক চার্জ। দীর্ঘদিন ধরে এটি ঠিক না করলে সতর্কতার অভাবে ধীরে ধীরে ব্যাটারিও নষ্ট হতে থাকে।
মোবাইল কেনার পর যে অ্যাডাপ্টর পাওয়া যায় সেটিতে যেমন চার্জে দিয়ে ভাল ফলাফল পাওয়া যায়, তেমনি বিপরীতে এটির বদলে অন্য অ্যাডাপ্টর ব্যবহার করলে তা ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর হয়। এছাড়াও ভিন্ন অ্যাডাপ্টরের চার্জের স্থায়িত্বও হয়ে থাকে তুলনামূলক কম।
খেয়ালের ভুলেই আমরা অনেক সময় প্রয়োজন শেষেও চালু করে রাখি ব্লুটুথ, হটস্পট, জিপিএস এসব। যা কেটে নেয় ফোনের যথেষ্ট চার্জ। বিশেষ করে হটস্পট অত্যাধিক পরিমাণে চার্জ কেটে নেয়। এছাড়াও এটির দীর্ঘক্ষণ চালু থাকায় ফোন গরম হয়ে উঠে, তখন অনেক দ্রুত তা চার্জ কেটে নেয়; আর ব্যাটারিরও করে ক্ষতি। এছাড়াও ইন্টারনেট ব্যবহার শেষে হরহামেশাই ওয়াইফাই, ডাটা চালু রেখে দেই আমরা, যা কেটে নেয় বাড়তি চার্জ।
এবার কি তবে নিজের মোবাইলের যত্ন নেওয়ার কিছু টিপস জানলেন!!?? তবে আর দেরি নয়, এখনি নেমে পড়ুন আপনার প্রিয় স্মার্টফোনটির যত্ন নেওয়া শুরুতে।
www.dailykhoborerdak.com
ই-মেইল:
news.Khoborerdak@gmail.com