৫৮তম বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য ‘’কহর দরিয়া” খ্যাত টঙ্গীর তুরাগপাড়ের ঐতিহ্যবাহী ময়দান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন আয়োজকরা। আবহাওয়া অনুকূল বিধায় এবার রেকর্ডসংখ্যক মুসল্লীর অংশগ্রহণের প্রত্যাশা তাদের।
আগামী শুক্রবার (২রা ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে শুরু হবে মাওলানা জুবায়েরেপন্থীদের ইজতেমা।
বিশ্ব ইজতেমাকে সফল করতে আয়োজকসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। নিরাপত্তা বিধান করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। লাগানো হয়েছে সিসি ক্যামেরাও।
উল্লেখ্য, অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে ২০১৮ সালে আলাদা হয়ে যান তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী ও মাওলানা জুবায়ের আহমদের অনুসারীরা। এর পরবর্তী সময় থেকে পৃথকভাবে ইজতেমা আয়োজন করে আসছে দুপক্ষ। এবারও ২-৪ ফেব্রুয়ারী মাওলানা জুবায়েরের অনুসারীরা এবং ৯-১১ ফেব্রুয়ারী মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা আয়োজন করবেন।
মুসল্লিদের সুবিধার্থে এবারও নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। চলবে ১৭ টি বিশেষ ট্রেন। তুরাগে ৬টি ভাসমান সেতু তৈরী করেছে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। নিরাপদ পানি সরবরাহ ও মশক নিধনের ব্যবস্থা রেখেছে গাজীপুর সিটি কর্পোরেশন।
এছাড়াও উর্দুতে বয়ান হলেও মুসল্লিদের সুবিধার্থে এবারও বাংলা ও আরবি ভাষায় তর্জমা করা হবে। পাশাপাশি বিদেশি মুসল্লীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন সুবিধা।