একই নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার ফাঁদ পেতেছে কুচুক্রী মহল
এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে।।
মূল মালিক আলি হোসেন তৃতীয় ধাপে মালিক সেজেছে প্রতারক চক্রের হোতারা,এদিকে রাতভর অপপ্রচারে বিভ্রান্তকর মনগড়া তথ্য প্রচারে লিপ্ত ওরা কারা। এরই ধারাবাহিকতায় আজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিম্নলিখিত জিডি দায়ের করেন ফেসবুক আইডির মূল মালিক Ali Husen নামে এক ব্যক্তি। জানা যায় অন্যায়ের মুখোমুখি হয়ে প্রতিবাদ বাল্য বিবাহ মাদকের বিরুদ্ধে সৌচ্চার,তার নিজ এলাকায় শান্ত শৃঙ্খলা বজায় রাখতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে,একযোগে কাজ করে যাচ্ছেন বলছেন আলি হোসেন সমর্থকরা এলাকাবাসীর সাধারণ জনগণ। চাঁপাইনবাবগঞ্জের,চরবাগডাঙ্গা ইউনিয়নের
সোনাপট্টি গ্রামের এবরান আলির সুযোগ্য ছেলে আলি হোসেন। জানা যায় তার সকল প্রশংসনীয় কাজের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টাই একদল কুচক্রী মহল কাজ করে যাচ্ছেন। আজ ২০-১-২০২৪ তাং সশরীরে হাজির হয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে ডিজি করেন আলি হোসেন।
এলাকাবাসীর দাবি ৷ সৎ ও যোগ্য ছেলে আমাদের এলাকার এক নিষ্ঠুবান আলি হোসেনকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। তা না হলে কঠোর লাগাতাল আন্দোলনের ঘোষণা দেন সেখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।।
উল্লেখ্য,তারই স্বাক্ষরিত জিডিতে আলী হোসেন বলেন এই মর্মে জানাইতেছি যে,ইং-২০/১/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা কে বা কাহারা আমার নাম ব্যবহার করিয়া একটি ফেসুবক আইডি খোলে। যাহার ফেসবুক আইডি নাম-Ali Husen। উক্ত আইডি হতে অজ্ঞাতনামা কে বা কাহারা আমার নামে বিভিন্ন আজেবাজে কথাবার্তা লিখিয়া পোষ্ট
করিতেছে এবং মুক্ত পাঠ নামীয় ফেসবুক আইডি হতে অজ্ঞাতনামা কে বা কাহারা আমার নামে বিভিন্ন আজেবাজে কথাবার্তা লিখিয়া পোষ্ট করিতেছে।এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন মনে করিয়া ও তদন্ত সাপেক্ষে ওসব কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।