নানা আয়াজনে সাজবে মাগুরার মহম্মদপুর উপজেলা খালিয়া গ্রাম। প্রতি বছরের ন্যায় কমিটির উদ্যোগে আগামী ১৮ জানুয়ারি( ৪মাঘ) বৃহস্পতিবার ঘোড়দৌড় মেলা প্রতিযোগিতা ও ১৯জানুয়ারি(৫) শুক্রবার বিচার গানের আয়োজন করা হয়ছে। বিচার গান পরিবেশন করবেন মুক্তি দেওয়ান কুষ্টিয়া, ও লিটন সরকার ফরিদপুর। খালিয়া গ্রামে অনুষ্ঠিত হয় খুলনাঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষী ঘৌড়দৌড় মেলা। এ উপলক্ষে খালিয়া গ্রামসহ আশপাশের অনন্ত ২০ গ্রামে শুরু হয় উৎসব-আনন্দ। এরই মধ্যে জাঁকজমকপূর্ণ ভাবে মেলা বসে। মেলায় দূরদূরান্ত থেকে এসে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা।
রাস্তার দুই পাশে ছোট বড় বিভিন্ন এক হাজারের বেশি দোকান বসে। নানা ধরনের খেলনা সামগ্রী ও প্রসাধনীর দোকান সাজা বিক্রেতারা। মিষ্টি-মিঠাই, মাছ, মাংস বিক্রির ধুম পড়ে। বসেন বাহারি রঙের নাগরদালা।
মেলার মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পরও মেলা চলে আরও প্রায় দুই তিনদিন । মেলার পর দিন নারীদের পদচারণায় মুখর হয়ে উঠে মেলা স্টল। ওই দিনের মেলা ‘নারী মেলা’ হিসেবে খ্যাতি লাভ করেছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহৎ এ মেলাটি উদ্যাপিত হয়।
মেলা কমিটির মো: বাবর আলী মন্ডল বলেন, ‘প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এ মেলার আয়োজন হয়ে আসছে। যেখানে মূল আকর্ষণ ঘোড়দৌড়। মেলায় ঘোড়দৌড় আয়োজনের সাথে বিচার গানে কথা রয়েছে।
আর এই মেলা ঘিরে পুরো উপজেলায় উৎসবের আমেজ তৈরি হয়। তবে মেলা চত্বরে দুই থেকে চার দিন আগে থেকেই দোকান বসিয়ে থাকে ব্যবসায়ীরা।’