এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ থেকে।।
স্বামীর হাহাকার মিটাতে পারছেনা তিনবেলা খাবার যোগাতে তাজকেরা তার তিন ছটো কন্যা সন্তানের মুখে,পড়েছে চরম বিপাকে শুধু তাজকেরা নয়,খেটে এনে আহার যোগাতো যিনি,তার অবর্তমানে তাজকেরার অসুস্থ শুশুর শাশুড়ী সাথে তিন ছটো ছেলে মেয়ে গুলো নিয়ে বড়োই করুণ অবস্থায় দিন পার করছেন।
কারাবন্দি রুবেল,রাজমিস্ত্রী কাজ করে বাবা মা স্ত্রী সন্তাদের তিন বেলা আহার যোগাতেন আজ ২৮ মাস ধরে কারাগারে আটক থাকাতে ছন্দ ছাড়া হয়েছেন রুবেলের পরিবার। কবে জামিনে মুক্তি হয়ে বেরিয়ে আসবে পথ চেয়ে থাকেন তার ছটো ছটো তিন শিশু কন্যা সন্তানরা তাদের দুঃখের কথা অনেকেই শুনে আবার পিছু টানে।
চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার আওতাধীন চর-ইসলামাবাদ গ্রামের এলাম উদ্দিনের ছেলে,মোঃ রুবেল আলি গত ১২-৮ ২০২১ সালে ১ নাম্বার আসামি করে ষড়যন্ত্রের শিকার হয়ে মাডার মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী,রুবেল ২৮ মাস ধরে আটক থাকলেও পাচ্ছে না জামিন এ নিয়ে কারাবন্দী রুবেলের পরিবারের বাবা মা ভাই বোন তার স্ত্রী সন্তানেরা টাকার অভাবে স্বামীর জাবিন করতে পারেনি।
একদিকে দরিদ্র পরিবারের গৃহবধূ তাজকেরা বেগম(২৭)। একই সঙ্গে জন্ম দেন দিন কন্যাশিশু। বর্তমানে স্বামী কারাগারে যাওয়ার পরে ৫ বছরের তিন শিশু নিয়ে খুব সূচনীয় অবস্থায় দিন পার করছেন তাজকেরার পরিবার,স্থানীয়দের দাবি আদালতের প্রতি শ্রদ্ধা রেখে পুনরায় সুস্থ তদন্তের মাধ্যমে তাকে জামিনে মুক্তি দিয়ে অসহায় পরিবারের মুখে আহার যোগাতে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন তারা। বিষয়টি প্রতিবেদক তুলে ধরলে অনেকেরই নজরে পড়লে আজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তরুণ ও মানবিক সাংবাদিক নাহিদুজ্জামান নাহিদের চোখে পড়লে ছুটে যান তাজকেরার বাড়িতে,ছোট তিন সন্তান দেখে তাজকেরা আর্থিক সহযোগিতা করেন তিনি এছাড়াও কারাবন্দী রুবেলের জন্য এগিয়ে আসার প্রতিশ্রুতি দেন তাজকেরার পরিবারকে।(তাজকেরা)
(01302219021)।